মঙ্গলবার ● ১৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিজিটাল লার্নিং সলিউশন উদ্বোধন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিজিটাল লার্নিং সলিউশন উদ্বোধন
গত ১৭ই জুন, ২০১৩ ইং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিজিটাল লার্নিং সলিউশন ক্লাশরুম (মাই স্মার্টক্লাশ) উদ্বোধন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও খ্যাতনামা প্রযুক্তিবিদ প্রফেসর ড. লুৎফর রহমান নতুন ক্লাশরুমটি উদ্বোধন করেন। নতুন লার্নিং প্রযুক্তিতে বিশেষ ধরনের ইন্টারএক্টিভ হোয়াইট বোর্ড (আইডাব্লুউবি) ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান প্রক্রিয়া সহজ ও আনন্দদায়ক হবে, সহজে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বোর্ড ব্যবহারের ফলে ক্লাশ হয়ে উঠবে স্বত:স্ফুর্ত, ক্লাশে দলগত অংশ গ্রহণ বৃদ্ধি পাবে, জটিল বিষয় অতি অল্প সময়ে অভিজ্ঞ ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে পুরো ক্লাশকে জানানো যাবে, অতি সহজে ব্যবহার যোগ্য, ছাত্র শিক্ষক পারস্পরিক সম্পর্ক এবং যোগাযোগ বৃদ্ধি হবে, ক্লাশে শিক্ষনীয় বিষয় সমূহের রেকর্ড রাখা সম্ভব, ক্লাশের লেকচারগুলো সংরক্ষন করে রাখা সম্ভব। ফলে যে কোন সময় বা প্রয়োজনীয় মূহুর্তে ছাত্র, শিক্ষক ঐ রেকর্ড পুনরায় ব্যবহার করা যায়, তাছাড়া ছাত্র শিক্ষকের সঠিক মূল্যায়ন বা তার পারফরমেন্স ইভালিউট করা সম্ভব এবং ছাত্রদের পাঠ্য বিষয়ের প্রতি শিক্ষা প্রক্রিয়ায় অংশ গ্রহণ বাড়াতে সাহায্য করে। অনুষ্ঠানে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।