সোমবার ● ১৭ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » আইফোনে যুক্ত হলো মাইক্রোসফট অফিস
আইফোনে যুক্ত হলো মাইক্রোসফট অফিস
নানা রকম জল্পনা-কল্পনা কাটিয়ে ২০১৪ সালের আগেই, কোনও রকম ঘোষণা ছাড়াই মাইক্রোসফট অফিস আইফোনের এর জন্য অ্যাপ স্টোর এ অবমুক্ত করা হয়। আইওএস এর জন্য মাইক্রোসফট অফিস অবমুক্ত করা হলেও তা আইফোনের মধ্যেই সীমাবদ্ধ। তবে এর নেই কোন ফ্রি ভার্সন নেই কোনও আইপ্যাড ভার্সন ও। মূলত অ্যাপটি চলবে মাইক্রোসফট অফিস ৩৬৫ এর সাবস্ক্রিপশন এর উপর নির্ভর করে। অ্যাপটি চালু করার প্রথমেই ৩৬৫ সাবস্ক্রিবশন লগইন করতে বলবে অথবা সাইন আপ করতে বলবে।
এখানে উল্লেখ্য এই যে, ৩৬৫ সাবস্ক্রিপশনে মাসিক অথবা বাৎসরিক একটি অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা লাগে। অ্যাপটি মূলত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট এর কাজ করা যায়। অ্যাপ থেকে সরাসরি ওয়ার্ড, এক্সেল ফাইল তৈরি করা গেলেও নেই কোন পাওয়ার পয়েন্ট তৈরি করার উপায়।
অ্যাপটি মাইক্রোসফট এর স্কাইড্রাইভ এর সাথে সিঙ্ক করে সব ফাইল ক্লাউড এ সেভ করে রাখে যাতে যে ডিভাইস দিয়েই লগইন করা হোক না কেন নিজের কাজের ফাইলগুলো সহজেই পাওয়া যায়।
আইপ্যাড এর জন্য মাইক্রোসফট অফিস এর ব্যাপারে মাইক্রোসফট জানায় যে, তারা আইপ্যাড এর জন্য অ্যাপ তৈরি করবে না যেহেতু আইপ্যাড ব্যবহারকারীরা সহজেই মাইক্রোসফট অফিসের ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবে।