রবিবার ● ৯ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেটবুক দোয়েল শীঘ্রই সকল বিভাগীয় শহরে পাওয়া যাবে
নেটবুক দোয়েল শীঘ্রই সকল বিভাগীয় শহরে পাওয়া যাবে
বাংলাদেশের প্রথম ও একমাত্র ল্যাপটপ/নেটবুক দোয়েল সংযোজনকারী প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা লিঃ খুব শীঘ্রই সকল বিভাগীয় শহরে বিক্রয় ও সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছে।
বর্তমানে মোট পাঁচটি মডেলের ল্যাপটপ/নেটবুক (এড্যাভান্স -১৬১২আই৩, এড্যাভান্স -১৬১২ই, স্ট্যান্ডার্ড -২৬০৩, বেসিক -০৭০৩ এবং প্রাইমারি -২১০২) বাজারজাত করা হচ্ছে। শুধু মাত্র টঙ্গী ও রমনা, গুলিস্থানের দুটি বিক্রয় ও সেবা কেন্দ্র থেকে জনগণের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই দোয়েলকে জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় শহরের বিটিসিএল এর অফিস ভাড়া নিয়ে বিক্রয় ও সেবা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি জুন মাসের মধ্যে এসব দোয়েল বিক্রয় ও সেবাকেন্দ্র চালুর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বৃহত্তর জেলা সদরে অনুরূপ বিক্রয় ও সেবাকেন্দ্র চালু করা হবে।
বাংলাদেশের এবং বিশ্বের একমাত্র সরকারী কোম্পানী হিসাবে টেশিস মাক্রোসফট এর ওইএম (ওরিজিনাল ইকুপমেন্ট ম্যানুফেকচারার) পার্টনার হয়েছে, যার ফলে দোয়েল ব্র্যাড এর ল্যাপটপ/নেটবুক এর সাথে স্বল্প মূল্য জেনুইন লাইসেন্স সহ মাক্রোসফট অপারেটিং সিস্টেম ও মাক্রোসফট অফিস বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে।
সম্প্রতি ওইএম সফটওয়্যারের বাইরে টেশিস বাংলাদেশ সেনাবাহিনীতে জিজিডাব্লুউএ(গেট জেনুইন উন্ডোজ এগ্রিমেন্ট) সফটওয়্যার সরবরাহ করচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিপূর্বে সরবরাহকৃত ১০০০টি দোয়েল এড্যাভান্স ১৬১২ আই৩ ল্যাপটপ এর মধ্যে ২৯০টিতে ওইএম সফটওয়্যার (উন্ডোজ ৭ প্রফেসনাল) সফটওয়্যার সরবরাহ করা হয়েছিল। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী বাজেট অপ্রতুলতার কারণে আরও ৭১০টি দোয়েল ল্যাপটপে উই্ন৭ প্রো সফটওয়্যার নিতে পারেনি। পরবর্তীতে সিদ্ধান্তের জন্য উই্ন৭ প্রো-জিজিডাব্লুউএ সফটওয়্যার সহ ক্রয়ে উম্মুক্ত দরপত্র আহ্বান করা হলে টেশিস সর্বনিম্ম দরদাতা নির্ধারিত হয়। সেই সুবাদে টেশিস বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে ৭১০টি উই্ন৭ প্রো-জিজিডাব্লুউএ সফটওয়্যার সাফল্যজনক ভাবে সরবরাহ করছে। এর মধ্য দিয়ে টেশিস একদিকে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর আস্থাঅর্জন সক্ষম হয়েছে। অন্যদিকে তেমনি প্রমানিত হয়েছে টেশিস সরকারী প্রতিষ্ঠান হওয়া স্বত্তেও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম।