বুধবার ● ৫ অক্টোবর ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » সাশ্রয়ী মূল্যে এইচপির নতুন নোটবুক
সাশ্রয়ী মূল্যে এইচপির নতুন নোটবুক
মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী মূল্যের ইন্টেল কোরআই থ্রি প্রসেসরের এইচপি ব্রান্ডের নতুন দুইটি মডেলের নোটবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ১৪ ইঞ্চি প্রসস্ত এলইডি মনিটরের এইচপি৪৩০ মডেলের নোটবুকটিতে রয়েছে ৩এমবি ক্যাশ মেমরি, ২জিবি ডিডিআর থ্র্রি র্যাম, ৩২০জিবি হার্ডডিস্ক। এর প্রসেসরের গতি ২.১ গিগাহার্জ এবং ফ্রন্টসাইড বাস স্পিড ১৩৩৩ মেগাহার্জ।
অপরদিকে প্যাভিলিয়ন সিরিজের জি৪-১১০৭টিইউ মডেলের এইচপির নতুন নোটবুকটির কনফিগারেশন এইচপি৪৩০ মডেলের অনুরূপ হলেও এর ডিসপ্লে সাইজ ১৪.১ইঞ্চি, প্রসেসর গতি ২.২গিগা এবং মেমরি ধারণক্ষমতা ৫০০জিবি।
তবে উভয় নোটবুকেই ডিভিডি রাইটার, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েব ক্যাম, ল্যানকর্ড রয়েছে যথারীতি। কম্পিউটার সোর্স প্রতিটি নোটবুকের সাথে এক বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা ছাড়াও দিচ্ছে ফ্রি ক্যারি কেস। শিক্ষার্থী এবং স্বল্প আয়ের মানুষের জন্য অনন্য এইচপি৪৩০ নোটবুকের দাম ৪৪ হাজার এবং প্যাভিলিয়ন জি৪-১১০৭টিইউ মডেলের দাম ৪৭ হাজার ৭০০ টাকা। বিস্তারিত - ০১৭৩০ ৩৫৯ ২৬০ ।