রবিবার ● ১৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বিয়ে বাড়িতে গণপিটুনিতে ডাকাত নিহত, গ্রেপ্তার ৩
বিয়ে বাড়িতে গণপিটুনিতে ডাকাত নিহত, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ে বাড়িতে ডাকাতির সময় গণপিটুনিতে মো. সবুজ মিয়া (২৮) নামে ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সবুজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার রহমতপুর গ্রামের জাকিরে হোসেনের ছেলে।
আটক তিন ডাকাত হলেন, একই এলাকার নুর আহম্মদের ছেলে নূর ইসলাম (২৫), সিরাজুল ইসলামের ছেলে মঈন উদ্দিন (২৭) এবং গোলাম মোস্তফার ছেলে শহীদুল ইসলাম (২৯)।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতে কয়লা গ্রামের আবু তাহেরের বাড়িতে তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় কয়েকজন যুবক ওই বাড়িতে ডাকাতির চেষ্টা করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে এলাকাবাসীও ডাকাতদলের সদস্যদের ধাওয়া করে গণপিটুনী দেয়। এসময় ঘটনাস্থলেই সবুজ নামে একজনের মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন,‘ এ ঘটনায় আবু তাহের বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন,‘কয়লা গ্রামে গত দুই মাসে ১০ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রামবাসী ডাকাতের ভয়ে রত জেগে ঘরবাড়ি পাহারা দেন।’