বুধবার ● ২৯ জুন ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের ডাইরেক্টএক্স১১ এবং থ্রিডি প্রযুক্তির নতুন গ্রাফিক্স কার্ড
আসুসের ডাইরেক্টএক্স১১ এবং থ্রিডি প্রযুক্তির নতুন গ্রাফিক্স কার্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের ইএনজিটিএক্স৪৫০/ডিআই/১জিডি৩ মডেলের থ্রিডি প্রযুক্তির গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া জিফোর্স জিটিএস৪৫০ গ্রাফিক্স ইঞ্জিনের পিসিআই এক্সপ্রেস ২.০ বাস স্ট্যান্ডার্ডের গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ১জিবি ডিডিআর৩ ভিডিও মেমোরী, ৫৯৪ মেগা হার্জ ইঞ্জিন ক্লক, সর্বোচ্চ রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল, ১টি ডি-সাব, ১টি ডিভিআই, ১টি এইচডিএমআই আউটপুট। এছাড়া অত্যাধুনিক এই গ্রাফিক্স কার্ডটি ডাইরেক্টএক্স১১, এইচডিসিপি, উইন্ডোজ ৭ প্রভৃতি সাপোর্ট করে। মূল্য রাখা হয়েছে ৯,৫০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।