শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বেলুচিস্তানে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, ১১ নারী নিহত
বেলুচিস্তানে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, ১১ নারী নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় উইমেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাসে বোমা হামলায় অন্তত ১১ নারী নিহত হয়েছেন। তারা সবাই শিক্ষিক ও ছাত্রী।শনিবার বিকেলে এক ঘণ্টারও কম সময়ে বোমা বিস্ফোরণ ও গুলিতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের বোলান মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
অন্তত তিনবার বিস্ফোরণ ও টানা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, আটজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছে। তারা নিরাপত্তা কর্মীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়।রাজধানী নগর পুলিশ কর্মকর্তা মীর জোবায়ের মেহমুদ বলেন, “নিহতদের সবাই নারী। বিস্ফোরণে ক্লাসরুম ও কার্যালয়ের জানালা ভেঙে গেছে।”তিনি জানান, বাসটি সরদার বাহাদুর খান উইমেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাখা ছিল। এই ক্যাম্পাসটি কায়েটার উপকণ্ঠে।