সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৮, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » প্রযুক্তির মাধ্যমে দারিদ্র নিরসনে ভূমিকা রাখবে সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন
প্রথম পাতা » আলোচিত সংবাদ » প্রযুক্তির মাধ্যমে দারিদ্র নিরসনে ভূমিকা রাখবে সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন
৬৬৫ বার পঠিত
শনিবার ● ১৫ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তির মাধ্যমে দারিদ্র নিরসনে ভূমিকা রাখবে সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন

professor-dr-m-mizanur-rahman-convenersocial-business-youth-convention-2013-and-treasurer-diu-addressing-at-the-meet-the-press-held-today-at-dhaka-reporters-unity.JPG

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনুস সেন্টারের যৌথ আয়োজনে ২৯ জুন ঢাকায় সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন-২০১৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
তরুন প্রজন্মের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কনভেনশনে সৃজনশীল প্রতিযোগিতার (সোশ্যাল বিজনেস প্ল্যান, কুইজ, প্রামান্য চিত্র, আলোক চিত্র) আয়োজন করা হবে যেখানে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। সামাজিক ব্যবসা সংক্রান্ত প্রকাশনা ও অনুষ্ঠান সমূহ এ কনভেনশনে প্রাধান্য পাবে বলে জানা গেছে ।
২৯ জুন ২০১৩ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন-২০১৩ আয়োজন করা হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোসাল বিজনেস স্টুডেন্ট ফোরাম ও ইউনুস সেন্টার যৌথ ভাবে এ সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন-২০১৩ এর আয়োজন করবে বলে আজ ঢাকা রিপোটার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ এ তথ্য জানানো হয়। দিনব্যাপী এ বর্ণ্যাঢ্য এ কনভেনশনের বিভিন্ন আয়োজন , প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন - ২০১৩ এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ডঃ এম মিজানুর রহমান।
এতে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (স্টাডি) অধ্যাপক ডঃ মোঃ জাকির হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডঃ সৈয়দ আকতার হোসেন ও সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল প্রমুখ।

‘মিট দ্যা প্রেস’ এ জানানো হয় সোস্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন-২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামাজিক ব্যবসার প্রবক্তা ও নোবেল বিজয়ী অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুস। এ ছাড়া আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সেলিব্রেটি, শিক্ষক, রাজনীতিবিদ, তরুন উদ্যোক্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীবৃন্দ এ কনভেনশনে যোগ দেবেন।
দিনব্যাপী এ কনভেনশন চারটি পর্বে বিভক্ত। পর্বগুলো হচ্ছে - উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল সেশান, ইয়ুথ সেশান এবং সমাপনী অনুষ্ঠান।

প্যানেল আলোচনার বিষয় হিসেবে পাঁচটি বিষয় নির্ধারণ করা হয়েছেঃ
১। দারিদ্র নিরসনে প্রযুক্তি: তরুন সামাজিক ব্যবসায়ী উদ্যোক্তাদের ভূমিকা
২। সামাজিক ব্যবসায়ী তরুন উদ্যোক্তারা কিভাবে বিশ্বে পরিবর্তন আনতে পারে ?
৩। প্রাতিষ্ঠানিক পাঠ্যসূচীতে সামাজিক ব্যবসা আন্দোলন
৪। সামাজিক ব্যবসার পণ্য ও উদ্যোগঃ বর্তমান ও ভবিষ্যৎ
৫। মমতার জন্য ব্যবসাঃ প্রবীনদের মালিকানায় খেলনা সামগ্রীর চেইন শপ।
এই সম্মেলনকে উপলক্ষ্য করে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও সামাজিক ব্যবসায় জড়িত ব্যক্তিবর্গের প্রবন্ধ সমৃদ্ধ একটি স্মরণিকা প্রকাশ করা হবে। সামাজিক ব্যবসা নিয়ে রচিত একটি নাটিকা ও দুটি গান ও এখানে প্রথম প্রকাশ করা হবে বলে জানা গেছে ।

-সম্পাদনায় “তানিম”



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’