শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আসুসের নিয়ে এলো সুপার এ্যালয় পাওয়ারের হাই-এন্ড গেমিং গ্রাফিক্স কার্ড
আসুসের নিয়ে এলো সুপার এ্যালয় পাওয়ারের হাই-এন্ড গেমিং গ্রাফিক্স কার্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের জিটিএক্স৬৭০-ডিসি২ওজি-২জিডি৫ মডেলের নতুন হাই-এন্ড গেমিং গ্রাফিক্স কার্ড।
পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই অত্যাধুনিক গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৬৭০ গ্রাফিক্স ইঞ্জিন, ২জিবি জিডিডিআর-৫ ভিডিও মেমোরী, ৬০০৮ মেগাহার্জ মেমোরী ক্লক, সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ পিক্সেলের ডিসপ্লে আউটপুট রেজ্যুলেশন।
কম্পোনেন্টকে ঠান্ডা ও শব্দহীন পরিচালনায় বিশেষ ফিচার হিসেবে রয়েছে ডাইরেক্টসিইউ-২ এবং দীর্ঘস্থায়ীত্বের ও চরম পারফরম্যান্সের নিশ্চয়তা দিতে রয়েছে সুপার এ্যালয় পাওয়ার এবং ওভারক্লকিং ফিচার। ২৫৬-বিট মেমোরী ইন্টারফেসের এই গ্রাফিক্স কার্ডটি এনভিডিয়া এসএলআই মাল্টি-জিপিইউ, এইচডিসিপি এবং ডাইরেক্টএক্স১১ সমর্থণ করে।
এছাড়া মনিটর বা টিভির সাথে সংযোগ দিতে রয়েছে ২টি ডিভিআই আউটপুট, ১টি এইচডিএমআই আউটপুট এবং ১টি ডিসপ্লে পোর্ট। মূল্য রাখা হয়েছে ৪২,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
-তানিম