শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইনোভেশন ফান্ডের আবেদন শুরু
ইনোভেশন ফান্ডের আবেদন শুরু
‘ইনোভেশন ফান্ড’ এর অনুদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩০ জুন ২০১৩ পর্যন্ত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ওয়েবসাইট www.a2i.pmo.gov.bd এ লগইন করে এ আবেদন করা যাবে। আবেদন ফর্ম ও প্রয়োজনীয় দিকনির্দেশনা এই সাইটে দেয়া আছে।
সরকারি সেবার মান উন্নয়নে সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের উদ্ভাবনী প্রচেষ্টায় সহায়তা প্রদান এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বিদ্যমান ক্ষুদ্র এবং মধ্যম পর্যায়ের উদ্যোগ সমূহে উদ্ভাবনী দক্ষতার বিকাশে চালু করা হয়েছে ‘ইনোভেশন ফান্ড’। এই ফান্ড চালু হলে জনগণের সেবা প্রাপ্তী আরো সহজ হয়ে উঠবে। বাংলাদেশ সরকার, দাতা সংস্থার সমন্বয়ে গঠিত এ ফান্ড ইউএনডিপি ও ইউএসএইড এর সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হবে।
‘ইনোভেশন ফান্ড’ থেকে সেবামূলক উদ্ভাবনের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন কর্মী, ছাত্র-ছাত্রীদের জন্য অর্থ বরাদ্দ করার বিধান রাখা হয়েছে। এই তহবিল থেকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ক) দরিদ্রবান্ধব সেবা প্রদান ব্যবস্থা খ) সেবা বিকেন্দ্রীকরণ গ) নারীর ক্ষমতায়ন ঘ) গ্রামীন উন্নয়ন ঙ) পরিবেশবান্ধব প্রযুক্তি চ) স্বল্পমূল্যের প্রযুক্তি ছ) তথ্যে প্রবেশাধিকার জ) বাংলা ভাষা সহায়ক সফটওয়্যার ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়য়নে সহায়ক প্রয়াসসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ‘ইনোভেশন ফান্ড’ থেকে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা যাবে। ইনোভেশন ফান্ডের আওতায় তিনটি ক্যাটাগরীতে অনুদান দেয়া হবে। প্রথম ক্যাটাগরীতে ৫ লক্ষ টাকা পর্যন্ত, দ্বিতীয় ক্যাটাগরীতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এবং তৃতীয় ক্যাটাগরীতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রকল্প আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা যাবে সেসব প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হবে।
রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম দেশব্যাপী নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী যাতে সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে সরকারি এবং বেসরকারি সেবাসমূহ গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে এ প্রকল্পের পক্ষ থেকে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, জেলা ই-সেবা কেন্দ্র, জাতীয় ই-সেবা সিস্টেম, জেলা তথ্য বাতায়ন, ই-তথ্যকোষ, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সরকারি সেবাসমূহের সাথে জনগণ বর্তমানে অধিকতর সম্পৃক্ত হওয়ায় নতুন নতুন সেবা উদ্ভাবন এবং তার প্রসারের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এ বাস্তবতায় ইনোভেশন ফান্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিপূর্বে ২০০৮ সালে এটুআই প্রকল্পের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাস্তবায়নযোগ্য সহজসাধ্য উদ্যোগ ‘কুইক-উইন’ গ্রহণ করা হয়। সেই সময় সকল মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ ৫৩ টি ‘কুইক-উইন’ উদ্যোগ চিহ্নিত করেন এবং পরবর্তী পর্যায়ে তা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করেন। যে সকল ‘কুইক-উইন’ উদ্যোগ সফলভাবে শেষ হয়েছে, তা পরবর্তীতে বৃহত্তর পরিসরে বাস্তবায়িত হয়েছে। এটুআই প্রকল্পের পক্ষ থেকে এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি এবং আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এই আর্থিক সহায়তার যথাযথ প্রাতিষ্ঠানিকীকরণ এবং সেবা প্রদান পদ্ধতিতে পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে এটুআই প্রকল্পের উদ্যোগে এ ‘ইনোভেশন ফান্ড’। চলতি বছরের ২৮ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইনোভেশন ফান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।