সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১০, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের বাজারে কিস্তিতে গ্যালাক্সি নোট ৮.০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের বাজারে কিস্তিতে গ্যালাক্সি নোট ৮.০
৫১৮ বার পঠিত
শনিবার ● ১৫ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে কিস্তিতে গ্যালাক্সি নোট ৮.০

বাংলাদেশের বাজারে কিস্তিতে গ্যালাক্সি নোট ৮.০স্যামসাং এক ঘোষণায় জানিয়েছে, প্রতিষ্ঠানটির নতুন অভিনব পণ্য গ্যালাক্সি নোট ৮.০ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন এবং আরো উন্নত ফিচার সমৃদ্ধ নোট ৮ অন্যান্য হ্যান্ডসেট এর তুলনায় ভিন্নতর এবং মোবাইল ফোন বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে। কর্মক্ষমতা, কার্যকারিতা এবং বহনযোগ্যতার এক অসাধারন উদাহরন এই ডিভাইসটির ৮ ইঞ্চি বড় ডিসপ্লের সাহায্যে খুব আরামদায়কভাবে বই পড়া কিংবা সিনেমা দেখা সম্ভব ও একই সাথে সহজে ব্যবহারযোগ্য। এক কথায়, ডিভাইসটি একই সাথে ট্যাবলেট পিসি এবং মোবাইল ফোনের কাজ করে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০ এ রয়েছে ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, যা পরবর্তীতে ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল। অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন সম্বলিত নোট ৮ এ রয়েছে আকর্ষণীয় এবং আরো উন্নততর এস-পেন ফিচার। এয়ার ভিউ নামক ফাংশনটির কারণে স্ক্রিনের উপর এস-পেন আনলেই ইমেইল, ভিডিও ও সকল অ্যাপয়েনমেন্টের প্রিভিউ দেখা সম্ভব। এস-পেন এর সবচেয়ে মজাদার ফাংশন হচ্ছে এস-নোটে ফ্রি হ্যান্ড আঁকতে এবং লিখতে পারা। এস-পেন একটি পূর্ব নির্ধারিত অ্যাপ্লিকেশন যার সাহায্যে ব্যবহারকারীরা একাধিক টেম্পেøট, কলমের ধরন এবং রং নির্বাচন করতে পারবেন। হাতের জোর এবং গতিবিধির উচ্চ সংবেদনশীলতার কারণে এস-পেন এর সাহায্যে প্রতিটি দাগের চিত্রগ্রহন বেশ মসৃণ হয়। উন্নততর এস নোটের সাহায্যে ব্যবহারকারীরা দৈনন্দিন কার্যকলাপ কিংবা আইডিয়ার উপর খুব সহজেই একটি স্ক্র্যাপবুক তৈরি করতে পারেন।
আরো দ্রুত গতিতে সফলভাবে তথ্য আদান প্রদানের জন্য ডিভাইসটির অভিনব ওয়াই ফাই চ্যানেল বন্ডিং দুটো চ্যানেলকে একত্রিত করে ফেলতে পারে। ডিভাইসটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৪.০ ব্লুটুথ, এ জিপিএস, গ্লোনাস, ৫ মেগাপিক্সেল ক্যামেরা (ফ্রন্ট ক্যামেরা ১.৩ মেগাপিক্সেল) এবং একটি দীর্ঘমেয়াদি ৪৬০০ এমএএইচ ব্যাটারি যার সাহায্যে কয়েকদিন চার্জ করা ছাড়াই ডিভাইসটি চলার ক্ষমতা রাখে।
বর্তমানে আমাদের এই দ্রুতলয়ের জীবনে গ্যালাক্সি নোট ৮.০ বেশ কিছু অসাধারনত্বের ক্ষমতা রাখে। মোবাইল ফোনে অন্য কোন কর্মকান্ড পরিচালনা করার জন্য এখন ব্যবহারকারীদের ফোন কল ডিসকানেক্ট করার কোন প্রয়োজনই নেই। এখন ফোন কল চলাকালীন সময়ই অবলীলায় অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনা করা সম্ভব।
আর যেসব গ্রাহকেরা সাশ্রয়ে বিশ্বাসী, তাদের জন্য রয়েছে সুখবর। উচ্চ পর্যায়ের কোন স্মার্টফোন কেনার জন্য টাকা সাশ্রয় করাটা অনেক সময় অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে। আর এজন্যই স্যামসাং এমন একটি অফার নিয়ে এসেছে যার ফলে স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০ কেনার জন্য গ্রাহকদের আর অপেক্ষা করতে হবে না। ব্র্যাক ব্যাংক, এসসিবি, ব্যাংক এশিয়া বা সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে মাত্র ৪,৪৬০ টাকা ডিপোজিট করেই কিনা নেওয়া সম্ভব গ্যালাক্সি নোট ৮.০। পরবর্তী ১২ মাস তাদের একই পরিমান টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে কোন প্রকার সুদ ছাড়াই। গ্যালাক্সি নোট ৮.০ এর বর্তমান মূল্য ৫৩,৫০০ টাকা। এছাড়াও গ্যালাক্সি ডুয়োস, গ্যালাক্সি গ্র্যান্ড, গ্যালাক্সি এস ফোর এবং গ্যালাক্সি নোট টু এর জন্যও স্যামসাং এর একই ধরনের অফার রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন