শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » এই মুহূর্তে সেনা মোতায়েনের দাবি বিএনপির
এই মুহূর্তে সেনা মোতায়েনের দাবি বিএনপির
চার সিটি করপোরেশন নির্বাচনে এমপি, মন্ত্রী ও সরকারদলীয় ক্যাডারদের সশস্ত্র অবস্থান নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংশ্লিষ্ট এলাকায় এই মুহুর্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি।শুক্রবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
রিজভী আহমেদ বলেন, “চারটি সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীদের অনুকূলে জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। যা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। জনগণের স্বতস্ফূর্ততা দেখে সরকার তাদের সহজাত বৈশিষ্ট অক্ষুন্ন রেখেছে। বিভিন্ন মাস্টার প্লানের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় সব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গত সাড়ে চার বছরে নানান অপকর্মে তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে।”ইতোমধ্যেই বিএনপির প্রার্থীদের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, “কোনো অপচেষ্টাই সফল হবে না।”
তিনি অভিযোগ করেন, “নির্বাচনকে প্রভাবিত করার জন্য সরকারি পক্ষ চার সিটিতেই ক্যাডারদের দিয়ে অস্ত্রের মহড়া দেখাচ্ছে।”তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু হলে চার সিটিতে ১৮ দল সমর্থিত প্রার্থীরা অবশ্যই জয়লাভ করবে।”তিনি অভিযোগ করেন, “রাজশাহীতে প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারি অবস্থান করছেন। তিনি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।”
তিনি বলেন, “বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাসায় বাসায় ঝামেলা করা হচ্ছে। প্রশাসন ও দলীয়ক্যাডার বাহিনী মেসে মেসে তল্লাশি করা হচ্ছে। অপর দিকে সরকারি দলের লোকেরা বিভিন্ন হোটেল-মোটেলে অবস্থান করছে।”