বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিসেম্বরে খুলনায় শুরু হতে যাচ্ছে ১৬তম “আইসিসিআইটি” ২০১৩ সম্মেলন
ডিসেম্বরে খুলনায় শুরু হতে যাচ্ছে ১৬তম “আইসিসিআইটি” ২০১৩ সম্মেলন
ডিসেম্বরে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি)। আইসিসিআইটি ২০১৩ শিরোনামের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ এ সম্মেলনটি ইতিমধ্যে বাংলাদেশে ১৫ বার অনুষ্ঠিত হয়েছে। গত বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।আগামী ২১-২৩ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে
বৃহস্পতিবার ঢাকার বেসিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে আইসিসিআইটি ২০১৩ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের আয়োজক কমিটির প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ।
তিনি জানান, আইসিসিআইটি দেশের মধ্যে অনুষ্ঠিত সর্ববৃহৎ ও অতি পরিচিত তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যঅন্ড ইনফরমেশন সিস্টেমস (এনসিসিআইএস) নামে একটি সম্মেলনের আয়োজন করে। পরবর্তীতে ১৯৯৮ সালে এটি আইসিসিআইটি নামে পরিচিত হয়।
সম্মেলনে দেশের সব বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিকভাবে এ সম্মেলনে যোগদান করবেন বলে আমরা আশাবাদি। এছাড়া দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও খ্যাতনামা প্রতিষ্ঠানের অনেক গবেষক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এই সম্মেলনে অংশ নিবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক এম লুৎফুর রহমান, ডিআইইউ’র সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, আইসিসিআইটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, দেশে সরকারী বেসরকারী মিলিয়ে মোট ১০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিএসই বিষয়ক ডিসিপ্লিনের সংখ্যা ১২৩টি। উল্লেখ্য, স্নাতাক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শেষ বর্ষে এসে বিভিন্ন প্রজেক্ট বা গবেষণামূলক কাজ করতে হয়। সেক্ষেত্রে দেশে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বেশ উপকারী। এছাড়া অনেক কম খরচে দেশের মধ্যেই আন্তর্জাতিক এ ধরনের প্রযুক্তি সম্মেলন গবেষকদেরও বেশ সহযোগিতা করে থাকে।
সম্মেলন শেষে দেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ধাতেক বেশ কিছু বৈচিত্র্য ও ঐহিত্য। এছাড়া সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত ষাটগম্বুজ মসজিদ ছাড়াও খুলনা শিপইয়ার্ড ও মংলা বন্দর ভ্রমণের সুযোগ থাকবে।
এছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে গবেষণার কাজকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২য় ও ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।
সম্মেলনের বিস্তারিত জানা যাবে www.iccit.org.bd/2013 ঠিকানায়।
-তানিম