বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক ধর্মঘট
বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক ধর্মঘট
পাঁচ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে খনির অভ্যন্তরে কর্মরত ১ হাজার ৪১ জন শ্রমিক।বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ অবস্থান ধর্মঘট পালন করছে।তাদের অবস্থান ধর্মঘটের ফলে খনির উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। তবে খনির নিজস্ব ১৯৭ জন শ্রমিক দিয়ে খনির উৎপাদন কিছুটা চালু রাখা হয়েছে।সকাল থেকে শ্রমিকরা বড়পুকুরিয়া কয়লা খনির সামনের গেটে অবস্থা নিয়েছে। বিকেলের পরে তারা নতুন কোন কর্মসূচি দিতে পারে বলে জানা গেছে।শ্রমিকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের অধীনে সব শ্রমিককে স্থায়ী নিয়োগ প্রদান, খনির শ্রমিকদের জন্য চিকিৎসক নিয়োগ, খনির সব ধরনের মুনাফা বোনাস প্রদান, রেশনিং ব্যবস্থা ও শ্রমিকদের জীবনবীমা সুবিধা প্রদান।
এর আগে ওই শ্রমিক সংগঠনের নেতারা গত ২০ মে দাবি পূরণের জন্য আবেদন করলে কর্তৃপক্ষ ৬ জুন পর্যন্ত সময় চায়। পরে শ্রমিকেরা ৮ জুন পর্যন্ত সময় বেধে দিলেও কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার শ্রমিকরা কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে। এ সময় তারা ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত সময় বেধে দেয়। স্মারকলিপিতে বলা হয়, এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণ না করলে তারা ধর্মঘটে যাবে।