বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে “সোস্যল বিজনেস ইয়ুথ কনভেনশন -২০১৩”
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে “সোস্যল বিজনেস ইয়ুথ কনভেনশন -২০১৩”
-তানিম
বিশ্বকে পরিবর্তন করার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০১২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একঝাক মেধাবী শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করে সোস্যল বিজনেস স্টুডেন্টস ফোরাম যা আজ দেশে বিদেশে এস বি এস এফ নামে সুপরিচিত । নোবেল বিজয়ি প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস এর বিশ্ব নন্দিত সামাজিক ব্যবসার তত্ত্ব যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে এই ফোরাম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে , যার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়এর গণ্ডী পেরিয়ে এস বি এস এফ আজ প্রতিষ্ঠিত হচ্ছে জাপান ইউরোপ , আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশে ।
দারিদ্র্যকে জয় করতে হলে , প্রয়োজন একটি শক্তিশালী যুব - মৈত্রী বন্ধন । দেশ বিদেশের যুব সমাজের মধ্যে শক্তিশালী যুব-মৈত্রী বন্ধন সৃষ্টির প্রয়াসে এ বছর ২৯ জুনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , এস বি এস এফ এবং ইউনুস সেন্টার এর সহযোগিতায় আয়োজন করতে যাচ্ছে সোস্যল বিজনেস ইয়ুথ কনভেনশন ,যেখানে প্রফেসর ইউনুস বক্তব্য রাখবেন বিশ্বের কোটি , কোটি যুবকদের উদ্দেশে । প্রফেসর ইউনুস ছাড়াও দেশ বিদেশের খ্যাতিমান লেখক , বুদ্ধিজীবী , শিক্ষক , উদ্যোক্তা সহ তরুণরা সামিজিক সমস্যা তথা দারিদ্র নির্মূলে তাদের সৃষ্টিশীল মতামত তুলে ধরবেন বিভিন্ন প্যানেলের মাধ্যমে । অনুষ্ঠানে যুবকদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন সৃষ্টিশীল প্রতিযোগিতার , যেখানে দেশ ও বিদেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে ।
ইয়ুথ কনভেনশনকে সামনে রেখে সামাজিক ব্যবসার উপর নানা রকম প্রকাশনা ও ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে । প্রযুক্তি নির্ভর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার সহ সামাজিক বাবসার উপর তথ্যচিত্র ও অনলাইন গেম সম্প্রচার এর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে । তরুণ মনের শুদ্ধতা ও উচ্ছাস কে সামনে রেখে আয়োজন করা হচ্ছে ওয়াই এস গালা নামক একটি ব্যতিক্রম ধর্মী দেশজ সাংস্কৃতিক অনুষ্ঠানের । আশাকরা যাচ্ছে সোস্যল বিজনেস ইয়ুথ কনভেনশন এর এই ব্যতিক্রম ধর্মী আয়োজন সারা বিশ্বের সোস্যল বিজনেস মুভমেন্ট এ একটি নতুন মাত্রা যোগ করবে সেই সাথে ক্ষুধা , দারিদ্র ও সামাজিক সমস্যা মুক্ত একটি সুন্দর পৃথিবী গড়তে তরুণদেরকে আরও দৃঢ় প্রত্যয়ী করে তুলবে ।
আমরা , তরুণরা আজ বুক ফুলিয়ে বলতে চাই ” আমরা দারিদ্রকে যাদুঘরে পাঠাব “ -লিখেছেন “কাজী মিশু”