বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বাস চাপায় শেকৃবি শিক্ষার্থী নিহত, রাস্তা অবরোধ-ভাঙচুর
বাস চাপায় শেকৃবি শিক্ষার্থী নিহত, রাস্তা অবরোধ-ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডিরত এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাতে ব্যাপক গাড়ি ভাঙচুর করেছে।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে মিরপুর-ফার্মগেট এবং মিরপুর-নিউমার্কেট রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গাড়ির ধাক্কায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিনা (২৬) গুরুতর আহত হন। পরে তাকে ধানমণ্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পাওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেটে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। রাত ৮টার দিকে পুলিশ জড়িত গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাস দিয়ে শিক্ষার্থীর শান্ত করে। তবে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
রিনা ওই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষে পিএইচডিতে অধ্যায়নরত ছিলেন। তার গ্রামের বড়ি রংপুর।