সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১১, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১২ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঘোষিত বাজেট তথ্য প্রযুক্তি শিল্প সহায়ক নয় : বেসিস
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঘোষিত বাজেট তথ্য প্রযুক্তি শিল্প সহায়ক নয় : বেসিস
৪৬০ বার পঠিত
বুধবার ● ১২ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোষিত বাজেট তথ্য প্রযুক্তি শিল্প সহায়ক নয় : বেসিস

 2.jpg

১২ জুন, ২০১৩, বুধবার, সকালে বেসিস সভাকক্ষে জাতীয় বাজেট ২০১৩-১৪ বিষয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর তাঁর বক্তব্যে বলেন, বাজেট ঘোষণার পূর্বেই মাননীয় অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পৃথকভাবে তথ্য প্রযুক্তি খাতের পক্ষ থেকে দুটি প্রস্তাব পেশ করা হয়েছিলো। কিন্তু আমরা আশাহত যে, মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে গত ৬ জুন ২০১৩ তারিখে ২০১৩-১৪ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন তাতে বেসিসের প্রস্তাবের কোনো প্রতিফলন ঘটেনি।

তিনি তথ্য প্রযুক্তি খাতকে দেশের অতি গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে উল্লেখ করে বলেন, এ খাতে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি ঘটেছে। বিশেষত সফ্টওয়্যার ও আইটি সেবা রপ্তানী প্রবৃদ্ধি দেশের শীর্ষ ১৫টি রপ্তানী পণ্যের অন্যতম হিসেবে ইতোমধ্যেই পরিগণিত হয়েছে। বিগত ২০১১-১২ অর্থবছরে রপ্তানী প্রবৃদ্ধি ছিল ৫৬% এবং ২০১২-১৩ বর্ষেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে এ খাতে কর্মসংস্থানের সুযোগও বেড়েছে অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি বলেও উল্লেখ করেন বেসিস নেতৃবৃন্দ ।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে রূপকল্প তৈরি করেছে তা বাস্তবায়নে তথ্য প্রযুক্তি বান্ধব একটি বাজেট খুবই অপরিহার্য ছিল, তাছাড়া এটি বর্তমান সরকারের আমলে সর্বশেষ বাজেট বিধায় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এই বাজেটে বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার ছিল বলেও বেসিস নেতৃবৃন্দ উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে জাতীয় বাজেট ২০১৩-১৪ অনুমোদনের পূর্বে বেসিস কয়েকটি বিষয় পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়, এগুলো হচ্ছে-
১)তথ্য-প্রযুক্তি নির্ভর সেবার জন্য ধার্যকৃত বর্তমানের মূসক ৪.৫% [এস.আর.ও. ২৩৯-আইন/২০১২/৬৫৬-মূসক] থেকে শূন্য (০%) শতাংশে নামিয়ে আনা।
২) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রাখতে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ১৫% মূসক প্রত্যাহার করা,
৩) ই-কমার্স উৎসাহিত করতে ই-কমার্স লেনদেনের ওপর থেকে অন্তত আগামী ৩-৫ বছরের জন্য ভ্যাট প্রত্যাহার,
৪) জাতীয় আইসিটি নীতিমালা ২০০৯ অনুযায়ী আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ড ও অথরিটি গঠনের জন্য অর্থ বরাদ্দ এবং বৃহৎ করদাতা প্রতিষ্ঠানসমূহকে ভ্যাট অটোমেশনের আওতায় নিয়ে আসা যাতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বেসিস এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ, শাহ ইমরাউল কায়ীশ প্রমুখ উপস্থিত ছিলেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন