বুধবার ● ১২ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » বাড়ি নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন
বাড়ি নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন
এখন থেকে স্মার্টফোনের সঙ্গে প্লাগ-ইন ডিভাইস দিয়ে দূর থেকেই দরজা, জানালাসহ বাড়ির বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের খবরে প্রকাশ, প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বেনকি স্মার্টফোনের জন্য একটি গ্যাজেট বানানোর পরিকল্পনা করেছে, যা দিয়ে সহজেই বাড়ি নিয়ন্ত্রণ করা যাবে।
বেনকি জানিয়েছে, এটি একটি সুন্দর ডিজাইনের ডিভাইস। এতে থাকছে তিনটি কম্পোনেন্ট, একটি স্মার্ট আউটলেট, একটি ব্যাটারি এবং খোলা ও বন্ধ করার জন্য একটি সেন্সর। স্মার্ট আউটলেট বাসার অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত হওয়ার পর ব্যবহারকারীর নির্দেশ কার্যকর করবে।
কিকস্টার্ট প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে বেনকির পণ্যটি। এটি বানানোর জন্য দুই লাখ ২০ হাজার ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।