বুধবার ● ১২ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » নোকিয়া বাজারে নিয়ে আসছে প্রথম অ্যানড্রয়েড ফোন N1
নোকিয়া বাজারে নিয়ে আসছে প্রথম অ্যানড্রয়েড ফোন N1
স্মার্টফোনের দৌড়ে পিছিয়ে পড়া জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সিম্বিয়ানের গন্ডি পেরিয়ে অবশেষে গুগলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের সাথে আটঘাট বেধেঁ বাজারে নামছে। অ্যানড্রয়েড প্রেমিদের জন্য নোকিয়া বাজারে নিয়ে আসছে তাদের প্রথম অ্যানড্রয়েড ফোন Nokia N1।
৩.৭ ইঞ্চির ফুল মাল্টি-টাচ কার্ল যেইস সেনসরের ঝকঝকে ডিসপ্লে ফোনটিকে আরো আকর্শনীয় করে তুলবে । ৩২ জিবি ইন্টারনাল মেমরি সহ এক্সটার্নাল মেমরির সুবিধা থেকবে ফোনটিতে।
অটো ফোকাস, কার্ল যেইস অপটিকস ও জেনন ফ্ল্যাস সমৃদ্ধ ৪১ মেগাপিক্সেলের হাই রেজুলেসন পেছনের ক্যামারার সাথে তাল মিলিয়ে থাকছে ৪.৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামারা। নতুন প্রজন্মের 3G নেটওয়ার্কের পাশাপাশি 4G lite এর সুবিধাও রাখা হয়েছে ফোনটিতে। স্মার্ট ফোনটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ভয়েস ক্লিয়ারেন্স সুবিধাটিও থাকবে। এতে আরও থাকছে WiFi এবং Bluetooth সুবিধাগুলোও।
মূল ফিচারসমূহ:
অ্যানড্রয়েড ভার্সন ৪.০ (আইসক্রিম সেন্ডুইচ)।
৪১ মেগাপিক্সেল এবং ৪.৫ মেগাপিক্সেল সেকেন্ডারী ক্যামেরা।
৪ গিগাবাইট র্যাম।
৩২ গিগাবাইট ইন্টারনাল মেমরি।
2GHz কোয়াড কোর প্রসেসর।
2G, 3G এবং 4G নেটওয়ার্ক।
WiFi এবং Bluetooth 3.0