মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গোপালগঞ্জে গুলি-ভাঙচুর, কাউন্সিলর আটক
গোপালগঞ্জে গুলি-ভাঙচুর, কাউন্সিলর আটক
গোপালগঞ্জ পৌসভার মেয়র রেজাউল হক সিকদার রাজু ও কাউন্সিলর এম. মাহাবুব আলী খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় সংঘর্ষের পর গোপালগঞ্জ পৌর মেয়রকে হুমকি ও উত্তেজিত জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এম. মাহাবুব আলী খান সোহেলকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ নতুন স্কুল রোডের বাড়ি থেকে তাকে আটক করে। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর কাউন্সিলর এম. মাহাবুব আলী সোহেল যুবলীগ নেতা রেজাউল করিম শাহিনসহ কয়েকটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর কারাগারে ছিলেন। মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পেয়ে দুপুর ৩টার দিকে পৌরসভায় যান। তিনি মেয়রকে তার বেতন ভাতা বন্ধ করার জন্য দায়ী করে দেখে নেওয়ার হুমকি দেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মেয়রের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে নতুন স্কুল রোডের দিকে এগিয়ে গেলে কাউন্সিলর সোহলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এর এক পর্যায়ে উত্তেজিত জনতা কাউন্সিলর সোহেলের বাড়ি, দোকান, তার ফুফাতো ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এনায়েত হোসেনের বাড়ি ভাঙচুর করে।