মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » এলিয়েন খুজবে টেলিস্কোপ!
এলিয়েন খুজবে টেলিস্কোপ!
এলিয়েন বা ভিনগ্রহের বাসিন্দাদের খুঁজে বের করার লক্ষে মেক্সিকোতে ২৫০ ফুট দীর্ঘ একটি টেলিস্কোপ বসানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
পৃথিবী থেকে ৬০ বা ৭০ আলোকবর্ষ দূরেও কোন গ্রহেও এলিয়েনদের খোঁজ করতে সক্ষম হবে এ টেলিস্কোপ। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্রের হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষকেরা ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে ‘কলোসাস’ নামের ৭৭ মিটার অ্যাপারচারের বৃহত্তম এ টেলিস্কোপটি নির্মাণ করার পরিকল্পনা করছেন।
গবেষকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি বিশাল আকারের টেলিস্কোপটি হবে যথেষ্ট সংবেদনশীল। অর্থাত্, এলিয়েন বা ভিনগ্রহ বাসী প্রাণীদের কাছ থেকে নির্গত আলো বা তাপমাত্রার তারতম্য এ টেলিস্কোপে ধরা পড়বে। এ টেলিস্কোপ দিয়ে ৭০ আলোকবর্ষ দূরের গ্রহেও এলিয়েনদের খোঁজ চালানো যাবে।
গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা এই টেলিস্কোপ বসানোর পরিকল্পনা ও প্রস্তাবনা তৈরি করে বসে রয়েছেন। বিনিয়োগকারী পেলে আগামী পাঁচ বছরের মধ্যেই এ টেলিস্কোপ নির্মাণ করা সম্ভব হবে বলেই তাঁদের দাবি।
স্পেস ডটকমে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এলিয়েন বা ভিনগ্রহবাসী বুদ্ধিমান প্রাণীর খোঁজ করতে এখন পর্যন্ত গবেষকেরা তরঙ্গ নিয়ে গবেষণা করেছেন। কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে ভিনগ্রহবাসীর অপেক্ষায় থাকলেও এখনো কোনো আশার কথা শোনাতে পারেননি গবেষকেরা।
এলিয়েন প্রসঙ্গে পদার্থবিদ স্টিফেন হকিং সতর্ক করে বলেছেন, এলিয়েনদের ঘাঁটানো বা বিরক্ত করা ঠিক হবে না। এতে তারা পৃথিবীতে আক্রমণ করে বসতে পারে। গবেষকেরা আশা করছেন, কলোসাস নামের টেলিস্কোপ তৈরি করা সম্ভব হলে এলিয়েনদের বিরক্ত না করেই দূর থেকে তাদের ওপর নজরদারি করা যাবে।