মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ‘বিএনপির সমাবেশের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে’
‘বিএনপির সমাবেশের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে’
বিএনপির বুধবার রাজধানীতে সমাবেশ করার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর।তিনি বলেন, “যেহেতু বিএনপির সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে সংসদকে আশ্বস্ত করেছেন, তাই তাদের সমাবেশ করার বিষয়টিকে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।”
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তবে রাজপথে বা কোনো উন্মুক্ত স্থানের পরিবর্তে কোনো অফিস, মিলনায়তন বা দেয়ালঘেরা কোনো স্থানে এই সমাবেশের আয়োজন করার পরামর্শ দেন তিনি।
এর আগে পয়েন্ট অব অর্ডারে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বুধবার রাজধানীতে সমাবেশ করার বিষয়ে লিখিতভাবে অনুমতি চেয়েও অনুমতি পাননি বলে জানান।তিনি বলেন, “আমি নিজে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে বলেছি যে, সভা সমাবেশের অনুমতির বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে, শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধ দেননি। কিন্তু তারপরও পুলিশ কমিশনার বলেছেন যে, সমাবেশের অনুমতি দেয়ার বিষয়ে উপরের নিষেধাজ্ঞা আছে।”
অন্যদিকে এ্যানির এ বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাম্প্রতিককালে তথাকথিত সভা সমাবেশের মোড়কে জনগণের সম্পত্তি যেভাবে বিনষ্ট করা হয়েছে, তার ক্ষতিপূরণও হামলাকারীদের কাছ থেকে আদায়ের কথা আমরা বিবেচনা করছি।”তিনি বলেন, “সভা সমাবেশের অনুমতি মানেই যা খুশি তাই করার লাইসেন্স প্রদান নয়। সবাই যদি জনগণের জানমাল রক্ষায় সচেষ্ট থাকেন তাহলে পরিস্থিতির উন্নতি হবে।”তিনি আরও বলেন, “বিরোধী দল জনগণের জানমালের ক্ষতি সাধন না করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের সভা করার অনুমতি দেয়া হবে।”
তবে তিনি বিএনপির সমাবেশ করার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে জানিয়ে কোনো অফিস, মিলনায়তন বা দেয়ালঘেরা কোনো স্থানে সমাবেশ আয়োজনের পরামর্শ দেন।