মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » রাজধানীতে বিশেষ অভিযানে ১০ অস্ত্রসহ ১২ জন গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযানে ১০ অস্ত্রসহ ১২ জন গ্রেপ্তার
রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজধানীর বংশাল, নারিন্দা, ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৩ অস্ত্র ব্যবসায়ী, ৫ মাদক ব্যবসায়ী ও ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-পশ্চিম) শেখ নাজমুল আলম জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে ওই অভিযান চালানো হয়।
গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বংশাল থেকে কামাল ওরফে সাইলেন্সার কামালকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে ডিবি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে কবির নামে অপর অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পরে ডিবির কয়েকটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি বিদেশি পিস্তল উদ্ধার করে। নাজমুল বলেন, “উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে কয়েকটি পিস্তল ও রিভলবার এবং ৬১ রাউন্ড গুলি রয়েছে।”
গ্রেপ্তারকৃতদের মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে নাজমুল আলম জানান।