মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ১৮ দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ খালেদার
১৮ দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ খালেদার
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সোয়া দশটা থেকে এগারটা পর্যন্ত বিএনপির চেয়ারপার্সনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বৈঠক চলে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও চার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। বেগম খালেদা জিয়া ১৮ দলীয় শীর্ষ নেতাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন। নেতারা সকলেই চারসিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি গুরুত্ব দেন।সমাপনী বক্তব্যে খালেদা জিয়া ১৮ দলীয় নেতাদের বলেন, আপনারা সকলেই এই চারসিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় যান। যার যেখানে নেতাকর্মী আছে তাদের নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারনা চালান।
খালেদা আরো বলেন, এই নির্বাচনে যেকোন মূল্যে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। আর এজন্য দরকার নির্বাচনী এলাকায় ভোটারের ঘরে ঘরে গিয়ে প্রার্থীদের হয়ে ভোট চাওয়া।বেগম জিয়া ১৮ দলীয় জোটের সকল নেতাকর্মীদের এখন থেকে নির্বাচনী এলাকাগুলোর মাঠে থাকারও নির্দেশ দেন।এ খবর নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত ১৮ দলীয় জোটের এক নেতা।
বৈঠকে ১৮ দলীয় শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা রেদাউন উল্লাহ শাহেদী, এলডিপি চেয়ারম্যান কর্নের অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।