সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রাহকদের জন্য বীমা সুবিধা নিয়ে এলো গ্রামীণফোন
গ্রাহকদের জন্য বীমা সুবিধা নিয়ে এলো গ্রামীণফোন
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তার গ্রাহকদের জীবন বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে মাইক্রোএনসিওর এশিয়া-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
এই উদ্যোগে, গ্রামীণফোন প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং মাইক্রোএনসিওর বাংলাদেশ-এর সহযোগিতায় “নির্ভয় লাইফ ইনস্যুরেন্স” নামে একটি ক্ষুদ্রবীমা ব্যবস্থা চালু করেছে। ফলে, গ্রামীণফোনের গ্রাহকেরা এখন প্রতি মাসে তাদের ফোন ব্যবহারের ভিত্তিতে বিনামূল্যে জীবন বীমা সুবিধা লাভ করতে পারবেন। এটি গ্রাহকদের জন্য অত্যন্ত ব্যবহারবান্ধব এবং উপরন্তু তারা স¤পূর্ণ বিনামূল্যে এই সুবিধা ভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার আল্যান বনকে বলেন, “নির্ভয় লাইফ গ্রামীণফোনের একটি আকর্ষণীয় নতুন উদ্যোগ, যার ফলে গ্রামীণফোনের যে সমস্ত গ্রাহকেরা বীমা সেবা গ্রহণে অসমর্থ
ছিলেন তারা এখন একটি নিরাপত্তা পাবেন।
” তিনি আরও বলেন, “আমাদের সেবাসমূহ সম্প্রসারণের মাধ্যমে আমরা গ্রাহকদের সেবা অভিজ্ঞতার উন্নয়ন এবং মানসিক শান্তি অনুভবের সুযোগ সৃষ্টি করছি।”
প্রতিমাসে সর্বনিম্ন ২৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। গ্রাহকেরা যত বেশি এয়ারটাইম ব্যবহার করবেন, বীমার টাকাও তত বেশি অর্জন করতে পারবেন; এবং একজন গ্রাহক সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা পাবেন। নির্ভয় লাইফ-এ রেজিস্ট্রেশনের পরবর্তী মাসের প্রথম দিন হতেই তা চালু হয়ে যাবে এবং পূর্ববর্তী মাসের ব্যবহারের উপর ভিত্তি করে মোট বীমা সুবিধা নির্ধারণ করা হবে।
প্রগতি লাইফ ইনস্যুরেন্স-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জালালুল আজিম বলেন, “বাংলাদেশের লক্ষ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারীদের ক্ষুদ্রবীমা সেবা লাভ করবার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে নির্ভয় লাইফ। যে সমস্ত মোবাইল ব্যবহারকারীরা পূর্বে বীমাসেবা হতে বঞ্চিত ছিলেন, তাদেরকে মোবাইল ফোন টেকনোলোজি ব্যবহার করে আমরা এই সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।”
মাইক্রোএনসিওর এশিয়া-এর সিওও মার্টিন ফুলার বলেন, “বাংলাদেশে বীমার প্রসার কম
হলেও সাধারণ মানুষ কিন্তু তাদের দৈনন্দিন ঝুঁকিসমূহ নিয়ে চিন্তিত থাকেন।
প্রচলিত ধারণায় বীমা সেবাটি শুধুমাত্র ধনী ব্যাক্তিদের জন্য বরাদ্দ, কিন্তু নির্ভয় লাইফ-এর মাধ্যমে বাংলাদেশের যে কোন মানুষ বিনামূল্যে বীমা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন; তার জীবনে খারাপ কিছু ঘটলেও তাদের পরিবার একটি আর্থিক নিরাপত্তা লাভ করবে- এই মানসিক শান্তি পাবেন তারা।”
নির্ভয় লাইফ যেভাবে কাজ করে
গ্রামীণফোন সেন্টার এবং নির্ধারিত গ্রামীণফোন সার্ভিস টাচ পয়েন্টগুলোতে গ্রাহকেরা বিনামূল্যে রেজিস্টার করতে পারবেন।
ক্নির্ভয় লাইফ ইনসুরেন্সএকটি মাসিক নবায়নযোগ্য বীমা, যাতে গ্রামীণফোন গ্রাহকের মৃত্যুর পর বীমা সুবিধা দয়ো হবে। প্রতি মাসে সর্বনিম্ন ২৫০ টাকার এয়ারটাইম ব্যবহার করে গ্রাহকেরা এই সেবা চালু রাখতে পারবেন।
রেজিস্ট্রেশনের পরবর্তী মাসের ১ তারিখ হতে সেবাটি সক্রিয় হবে।
মোট বীমাসেবার পরিমাণ নির্ধারণ করা হবে পূর্ববর্তী মাসের ব্যবহারের উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, একজন রেজিস্টার্ড গ্রাহক যদি জুন মাসে ২৭০ টাকার এয়ারটাইম ব্যবহার করেন, তাহলে তিনি জুলাই মাসে ২০,০০০ টাকার বীমা সুবিধার আওতায় থাকবেন।
পূর্ববর্তী মাসে ব্যবহৃত এয়ারটাইম (ভ্যাট ব্যতীত) বিনামূল্যে প্রাপ্ত বীমা সুবিধা
< ২৫০ টাকা প্রযোজ্য নয়
২৫০ টাকা- ৩৪৯ টাকা ২০,০০০ টাকা
৩৫০ টাকা- ৪৯৯ টাকা ৩০,০০০ টাকা
৫০০ টাকা এবং তার ঊর্ধ্বে ৫০,০০০ টাকা
বীমা দাবি আদায়ের জন্য মনোনীত ব্যক্তি কিংবা মৃত ব্যক্তির নিকটাত্মীয় যে কোন গ্রামীণফোন নাম্বার হতে ১২০০ ডায়াল (নির্ভয় লাইফ হটলাইন নাম্বার) করে অথবা গ্রামীণফোন সেন্টারে সরাসরি গিয়ে রেজিস্টার করতে পারবেন। বীমাদাবি রেজিস্টার করার পর একজন এজেন্ট দাবীকৃত অর্থ আদায়ে তাকে সবরকম সহযোগিতা করবেন।
প্রগতি লাইফ ইনস্যুরেন্স-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জালালুল আজিম (বামে), গ্রামীণফোনের হেড অফ সোর্সিং আর্নে ভিগো অ্যারনসন এবং মাইক্রোএনসিওর এশিয়া-এর সিওও (ডানে) মার্টিন ফুলার চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।