সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মশাল মিছিল শুরু হয়েছে।সোমবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের স্থান থেকে মিছিলটি বের করে মঞ্চের কর্মীরা। মশাল মিছিলে সর্বস্তরের জনগণ অংশ নিয়েছেন। মিছিলের নেতৃত্বে রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কয়েক নেতাকে রোববার জরিমানা ও কারাদণ্ড দেন। এরই প্রতিবাদে জামায়াত সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
রোববার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে হরতালবিরোধী মিছিলের ঘোষণা দেন।এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর ১২টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশ করেন তারা।
এ সময় শাহবাগের জাতীয় জাদুঘরের পূর্বের রাস্তায় শাহবাগ থানার সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনার পর পরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গণজাগরণ মঞ্চ এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে।এ ঘটনার প্রতিবাদেই গণজাগরণ মঞ্চ সোমবার সন্ধ্যায় শাহবাগ থেকে একটি প্রতিবাদী মশাল মিছিল বের করার ঘোষণা দেন। স্বাধীনতার পক্ষের মানুষদের এ মশাল মিছিলে যোগ দিতে বলা হয়।