সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » মোবাইল ব্যাংকিং এ গ্রাহক সংখ্যা এখন ৫০ লাখ
মোবাইল ব্যাংকিং এ গ্রাহক সংখ্যা এখন ৫০ লাখ
মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা নতুন মাত্রায় পৌঁছাল। গত এপ্রিল মাস শেষে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস তথা মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।সব মিলিয়ে বর্তমান গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৪ হাজার জনে।বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিদিন ১২১ কোটি টাকার ওপর লেনদেন হচ্ছে।এপ্রিল মাসে মোট ১ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ৭৯৬টি লেনদেন হয়। মার্চে এর পরিমাণ ছিল ১ লাখ ৩৬ হাজার ৭৮ হাজার ৬৩১টি।
হিসাব মতে, মার্চে লেনদেনকৃত টাকার পরিমাণ ছিলো ৩ হাজার ৩৩৪ কোটি টাকা। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৩৭ কোটি টাকার ওপরে।মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সেবা দেওয়ার জন্য ১৭টি ব্যাংক ৮৩ হাজার ৬৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।জানা গেছে, মোবাইল ফোনে ইউটিলিটি বিল পরিশোধের পরিমাণও দিন দিন বাড়ছে। চলতি বছরের মার্চে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৪ লাখ ৯১ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে এপ্রিলে তা গিয়ে দাঁড়ায় ২৪ লাখ ৭৩ হাজার টাকা।