সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » লালমনিরহাটে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে আহত ১০
লালমনিরহাটে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে আহত ১০
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালকসহ অন্তত ১০জন আহত হয়েছেন।রোববার দুপুরে এ দুর্ঘটনার ফলে লালমনিরহাট-বুড়িমারী রেল পথে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১২টায় কাকিনা রেল স্টেশনে আসার সময় হলে লেভেল ক্রসিংয়ের গেটম্যান গেট বন্ধ করে দেন।
এ সময় লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আসা একটি ট্রাক ওই গেটে এসে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে।এতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকটি ধাক্কা খেয়ে বেশ কিছু দূরে গিয়ে রেল লাইনের ওপর ছিঁটকে পড়ে। এ সময় ট্রাকের চালক এবং ট্রেন থেকে ভয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়ক এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ঘণ্টাখানেক পর সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।তবে রেল লাইনের ওপর ট্রেনটি উল্টে পড়ায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি সেখানেই আটকা পড়ে। ফলে দুর্ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক মোহাম্মদ আলী জিন্নাহ ও পরিচালক খাজা নাজিম উদ্দিন জানান, লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান গেট নামিয়ে সড়ক যোগাযোগ বন্ধ করে সবুজ সংকেত দেওয়ায় লেভেল ক্রসিংটি পার হওয়ার সময় ট্রাকটি ট্রেনের ইঞ্জিনের সামনে এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।