সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ইস্কাটন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ইস্কাটন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিভিন্ন দাবিতে রাজধানীর ইস্কাটন এলাকায় সোমবার বিয়াম ফাউন্ডেশনের গলিতে এনভয় গ্রুপের নাদিয়া কমপ্লেক্সের পোশাক শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন।সোমবার সকাল ৯টার দিকে তারা কাজে যোগ না দিয়ে এ বিক্ষোভ শুরু করেন।শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বকেয়াসহ বেতন-ভাতা বৃদ্ধি, প্রতিদিন লাঞ্চের জন্য ত্রিশ টাকা, টিফিনের জন্য কুড়ি টাকা এবং নাইটের জন্য ৫০ টাকা।আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে শফিকুল, জহিরুল, রবি ও নয়ন জানান, একই গ্রুপের অন্য কারখানাগুলোতে এই নিয়ম চালু থাকলেও তাদের তা দেওয়া হচ্ছে না। সে কারণেই তাদের এ আন্দোলন।এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রমনা থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত আছেন।