সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কুমিল্লায় শিবির-পুলিশ সংঘর্ষ, এসআইসহ আহত ৫
কুমিল্লায় শিবির-পুলিশ সংঘর্ষ, এসআইসহ আহত ৫
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার সকাল সাড়ে ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক ও চার শিবিরকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুই শিবিরকর্মীকে আটক করেছে।আহতরা হলেন, পুলিশের এসআই হুমায়ন কবীর, শিবিরকর্মী পারভেজ, গুলিবিদ্ধ সুমন ও আবু তাহের। আহত অপরজন ও আটকদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোঁড়ে। এতে শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো দুইজন।এদিকে শিবিরের ইট-পাটকেলের আঘাতে পুলিশের এসআই হুমায়ন কবীর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হান্নান জানান, শিবির কর্মীদের ইট-পাটকেলে এসআই হুমায়ন কবীর আহত হয়েছেন। তবে পুলিশের রাবার বুলেটে শিবিরের কেউ আহত হয়েছে কিনা তা তিনি জানেন না।