রবিবার ● ৯ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » আশরাফুলভক্তরা দাড়াতে পারলোনা, বাধা দিলো পুলিশ
আশরাফুলভক্তরা দাড়াতে পারলোনা, বাধা দিলো পুলিশ
ফেইসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাবের উদ্যোগে রোববার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধনের কর্মসূচি থাকায় সকাল থেকেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।
১০টার দিকে বিভিন্ন স্থান থেকে আশরাফুলভক্তদের ছোট ছাট দল ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন। তাদের ফেস্টুনে ‘আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট’; ‘আশরাফুলকে ক্ষমা করে দাও’; ‘আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে’- ইত্যাদি শ্লোগান লেখা দেখা যায়।
বিভিন্ন স্থান থেকে আসা এই ক্রিকেটপ্রেমীরা মানববন্ধনে দাঁড়ানোর আগেই লাঠিহাতে তাদের দিকে তেড়ে যায় পুলিশ। এতে আশরাফুলভক্তরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়েন।এরপর আরো কয়েকবার ভক্তরা স্টেডিয়ামের প্রধান ফটক ও চার নম্বর ফটকের কাছে খণ্ড মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি।মিরপুর পুলিশের এডিসি জসিমউদ্দিন বলেন, “মানববন্ধনের জন্য তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। হঠাৎ করে রাস্তায় নেমে তারা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে, এটা বেআইনি। এ কারণে তাদের সরিয়ে দেয়া হয়েছে।”