শনিবার ● ৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রবির পৃষ্ঠপোষকতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ক্যারিয়ার মেলা শুরু
রবির পৃষ্ঠপোষকতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ক্যারিয়ার মেলা শুরু
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ক্যারিয়ার এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস (সিপিডিএস) বিভাগের উদ্যোগে ৭ জুন বিশ্ববিদ্যালয়টির বসুন্ধরা ক্যাম্পাসে শুরু হয়েছে ৮ম জাতীয় ক্যারিয়ার মেলা।আর এ মেলার টাইটেল স্পন্সর হচ্ছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।
সকালে মেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আবদুস সাত্তার, বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন এম. এ হাশেম, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরি এবং সিপিডিএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. খসরু মিয়সহ অন্যান্য অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যারিয়ার ফেয়ারে এনএসইউ গ্রাজুযেটদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুর হক ইনু বলেন, “জীবনে সফল হওয়ার জন্য চাকুরির ক্ষেত্রে সঠিক কর্মক্ষেত্রটি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ভবিষ্যতে সফল ক্যারয়িার গড়ার জন্য যাতে কর্মক্ষেত্রে পুরো মনযোগ দেযা যায় এজন্য শিক্ষার্থীদের নিজের জন্য সঠিক পেশাটি বেছে নিতে হবে।”
রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার বলেছেন, “এ ধরণের ক্যারিয়ার ফেয়ার মেধা ও প্রাণশক্তির উৎস এবং চাকরিদাতা কোম্পানি হিসাবে আমাদের দায়িত্ব এসব মেধাকে খুঁজে বের করা এবং সঠিক পথে চালিত করা।”
মেলায় দেশী-বিদেশি বিভিন্ন স্বনামধন্য কোম্পানি অংশগ্রহণ করেছে। পৃষ্ঠপোষকতার পাশাপাশি দুই দিনব্যাপী এই ক্যারিয়ার ফেয়ারে রবি বেশ কয়েকটি ক্যারিয়ার বিল্ডিং সেশনের আয়োজন করবে। ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এ মেলায় যাবেন বলে ধারণা করা হচ্ছে।