শনিবার ● ৮ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » নবনির্মিত ৬টি ব্রিজ উদ্বোধন করলেন যোগাযোগ মন্ত্রী
নবনির্মিত ৬টি ব্রিজ উদ্বোধন করলেন যোগাযোগ মন্ত্রী
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর ব্রিজে ফুটপাত ও রেলিং এবং গোলড়া-সাটুরিয়া সড়কে ২১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ছয়টি ব্রিজ উদ্বোধন করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের জাগীরের ফুটপাত ও রেলিং নির্মাণ এবং গোলড়া-সাটুরিয়া সড়কের কামতা, জান্না, কান্দাপাড়া, উত্তর কাওন্নারা এবং বালিয়াটি ব্রিজ উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-তিন আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কান্দাপাড়া ব্রিজের ফলক উন্মোচনের সময় মন্ত্রী সংক্ষিপ্তভাবে বর্তমান যোগাযোগ ব্যবস্থার সফলতা সম্পর্কে আলোচনা করেন। তারপর বালিয়াটি ব্রিজের ফলক উন্মোচন শেষে সাটুরিয়া ডাক বাংলোতে কিছুক্ষণ অবস্থান নেন। পরে মন্ত্রী সাটুরিয়া-কালামপুর সড়ক হয়ে ঢাকা চলে যান।