শুক্রবার ● ৭ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » মুক্তি পেলেন রুহুল কবীর রিজভী ও ডা. এ জেড এম জাহিদ
মুক্তি পেলেন রুহুল কবীর রিজভী ও ডা. এ জেড এম জাহিদ
কাশিমপুর কারাগারে আটক বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ মুক্তি পেয়েছেন।শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।মুক্তির পর কারাফটকের সামনে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে রিজভীকে অভ্যর্থনা জানান।এদিকে, বৃহস্পতিবার রাতে কারা কর্তৃপক্ষ সরকারের আপিল সংক্রান্ত একটি উকিল নোটিশের কারণ দেখিয়ে রিজভীকে মুক্তি দেয়নি।কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুর একটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিজভীকে মুক্তি দেওয়া হবে না জেনে কারাফটকের সামনে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরাফত হোসেন সফু।প্রসঙ্গত, ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের করা মামলায় বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে গ্রেফতার হন রিজভী আহমেদ।