
বৃহস্পতিবার ● ৬ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ইশারায় নিয়ন্ত্রণ হবে যন্ত্রপাতি
ইশারায় নিয়ন্ত্রণ হবে যন্ত্রপাতি
ওয়াইফাই তরঙ্গ ব্যবহার করে ইশারাতেই নিয়ন্ত্রণ করা যাবে আশপাশের ইলেকট্রনিক যন্ত্রপাতি। নতুন এ প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘ওয়াইসি’। প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা নতুন প্রযুক্তিটির উন্নয়ন করেছেন।ওয়াইসি প্রযুক্তিতে বাসার ওয়াইফাই সংযোগের সাহায্যে মানবদেহে একটি তরঙ্গের সৃষ্টি করে। এর ফলে মানুষ ওয়াইসির মাধ্যমে বাসার টিভি বা স্টেরিওর মতো যন্ত্র চালু বা বন্ধ করতে পারবে। দেয়াল বা প্রতিবন্ধকতার মধ্যেও ওয়াইসি প্রযুক্তি কাজ করতে সক্ষম বলেও জানান গবেষকরা।ছবি ডামি হিসেবে ব্যবহার করা হয়েছে ।