বুধবার ● ৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা
তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা
বকেয়া বেতন পরিশোধ, বেতন-ভাতা বৃদ্ধি, দুপুরের খাবার ভাতা, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে শেফালি গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
গত পাঁচ দিন ধরে শেফালী গার্মেন্টসের এসব পোশাক শ্রমিক বিক্ষোভ করে আসছেন।বুধবার সকালে শেফালী গার্মেন্টসের পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে এলে আরমান গ্রুপ, হামিম গ্রুপ, কানিজ গ্রুপ এবং আরমানা গ্রুপসহ প্রায় ১০টি পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে রাস্তায় নেমে তেজগাঁও নাবিস্কো মোড় থেকে নাভানা পর্যন্ত অবরোধ করে রাখেন।দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না বলেও জানান তিনি।