বুধবার ● ৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » খুলে দেওয়া হল ইউটিউব
খুলে দেওয়া হল ইউটিউব
জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব বাংলাদেশে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আজ ৫ জুন খুলে দেওয়া হয়েছে।বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান জানিয়েছেন, আজ আইআইজি প্রতিষ্ঠান গুলোকে ইউটিউব খুলে দিতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান নির্দেশনা পাওয়ার পরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইউটিউব।
প্রসঙ্গত, ইউটিউব থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্রকে কেন্দ্র করে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে ইউটিউব বন্ধ করে দেয়।এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুগলকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ জানানোর পরও গুগল কর্তৃপক্ষ ভিডিও অপসারণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই বিটিআরসি বাংলাদেশ থেকে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়।
সেপ্টেম্বর মাসে প্রায় একই সাথে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, মিশর ও লিবিয়াসহ বেস কিছু দেশে ইউটিউব আবার কোথায়ও ভিডিওটি বন্ধ করে দেওয়া হয়।
-তানিম