মঙ্গলবার ● ৪ জুন ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ইন্টারনেট ও আইটি সিটির দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ইন্টারনেট ও আইটি সিটির দাবিতে রাজশাহীতে মানববন্ধন
বাংলাদেশ সরকার দফায় দফায় ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও গ্রাহক পর্যায়ে তার কোনো প্রভাব না পড়ায় রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ‘এলিজেবল ইয়ুথ ফর ইভোলিউশন’ নামে সংগঠনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা পূর্ণগতির ইন্টারনেট চালু ও রাজশাহীকে আইটি সিটি করাসহ আট দফা দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরকার ৮০ হাজার টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকায় ব্যান্ডউইথের দাম কমিয়ে আনলেও তার কোনো ফল গ্রাহকরা পাচ্ছেন না। ইন্টারনেট সেবাদানকারী মোবাইল ফোন কোম্পানিগুলো আনলিমিটেড ইন্টারনেটের কথা বলেও ফেয়ার ইউজেস পলিসির নামে প্রতারণা করছে।
বক্তারা বিটিআরসি কর্তৃক ন্যায্য দামে পূর্ণগতির ইন্টারনেট নির্ধারণ, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহৃত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার সঙ্গে সঙ্গে যোগ করা, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল ফোন কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন, ইন্টারনেটের ফেয়ার ইউজেস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ, গণমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা বন্ধ, ফ্রিল্যান্সার ও ই-কমার্সের স্বার্থে দেশে দ্রুত পেপাল চালু, ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে ফ্রিল্যান্সারদের সব হয়রানি বন্ধ করার দাবি জানানো হয় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে।