![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ৪ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ৪০ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
৪০ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে(বিজিবি। তবে,এ সময় কাউকে আটক করা যায়নি।মঙ্গলবার ভোরে এসব যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, ছয়টি কার্টনে তিন লাখ ৬৮ হাজার পিস ট্যাবলেটের মধ্যে রয়েছে, ৬৮ হাজার পিস নাইটকুইন, দেড় লাখ গেক্সিম ও দেড় লাখ পিরাকটিন ট্যাবলেট।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাযহার এ বিষয়টি নিশ্চিত করেছেন।