মঙ্গলবার ● ৪ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো এক্স’
মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো এক্স’
সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা মোবিলিটি নিয়ে আসছে নতুন স্মার্টফোন। মটোরোলার নতুন স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে ‘মটো এক্স’। সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, মটো এক্স স্মার্টফোনটি এশিয়ার পরিবর্তে তৈরি করা হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারখানায়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের কারখানায় কমদামের আধুনিক স্মার্টফোন বানানোর মাধ্যমে স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কাজ করছে গুগল। অ্যাপল এবং স্যামসাংয়ের মতো স্মার্টফোন বাজারে আধিপত্য করে বেড়ানো প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোন তৈরি হয় চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।
এশিয়ার পরিবর্তে টেক্সাসে স্মার্টফোনটি নির্মাণ প্রসঙ্গে মটোরোলার প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস উডসাইড বলেন, “যখন আপনার প্রকৌশলী ও ডিজাইনারদের থেকে হাজারো মাইল দূরে পণ্য নির্মাণ করবেন, তখন স্বাভাবিকভাবেই পণ্যটিতে নতুন কিছু যোগ করার ক্ষমতা এবং দ্রুত পরিবর্তন ক্ষমতা কমে আসবে।”
এছাড়াও ডুগান জানান, থ্রিডি প্রিন্টারের মতো আরও অনেক প্রযুক্তির সুবিধা তারা নির্মাণস্থলে পাবেন বলেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
মটো এক্স স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারবে ব্যবহারকারী কী করতে চাচ্ছেন। এ ছাড়াও ফোনটি সেন্সরের মাধ্যমে অবস্থান নির্ণয় করবে এবং সে অনুযায়ী স্মার্টফোনটি চলবে। গার্ডিয়ান জানিয়েছে, স্মার্টফোনটি কমদামে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে গুগলের।