সোমবার ● ৩ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » মাইক্রোসফট ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষার্থীদের বিনামূল্যে সফটওয়্যার দেবে
মাইক্রোসফট ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষার্থীদের বিনামূল্যে সফটওয়্যার দেবে
সোমবার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ও মাইক্রোসফটের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে ড্রীমস্পার্ক প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সকল শিক্ষার্থী, শিক্ষক, ল্যাব ও কর্মচারীরা বিনামূল্যে মাইক্রোসফটের প্রায় সকল সফটওয়্যারের সর্বশেষ ও শ্রেষ্ঠ ভার্সনগুলো বিনামূল্যে পাবেন।
ফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০১২, ভিজুয়্যাল স্টুডিও ২০১২, এসকিউএল সার্ভার ২০১২, এক্সচেঞ্জ সার্ভার ২০১২, শেয়ারপয়েন্ট সার্ভার ২০১৩, প্রভৃতি শিক্ষার্থীপ্রতি হাজার হাজার ডলারের সফটওয়্যার বিনামূল্যে দেয়া হচ্ছে। পাশাপাশি উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ফোনের ডেভেলপার অ্যাকাউন্টও বিনামূল্যে পাওয়া যাবে, ফলে শিক্ষার্থীরা সরাসরি তাদের অ্যাপ উইন্ডোজ স্টোরে আপলোড করতে পারবেন।বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তৈরী করে দেবে, যা দিয়ে তারা নিজেরা প্রয়োজন ও পছন্দমত বৈধ সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়টিতে মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার প্রোগ্রামটি শুরু করার ঘোষণা দেয়া হয়, এতে শিক্ষার্থীরা মাইক্রোসফটের কর্মকান্ডের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। পাশাপাশি মাইক্রোসফট কি করে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অংশীদার হতে পারে তা নিয়ে বিশদ আলোচনা হয়।
ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর এম. ওমর রহমান এবং মাইক্রোসফট বাংলাদেশের পক্ষে চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসনায়াকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভানজেলিস্ট তানজিম সাকীব এবং বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের প্রধান ড. আলী শিহাব সাব্বির।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মাইক্রোসফটের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাথে সম্পর্কের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।