সোমবার ● ৩ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বাজেট অধিবেশনে বিএনপির ওয়াকআউট
বাজেট অধিবেশনে বিএনপির ওয়াকআউট
জাতীয় সংসদে ১৮তম অধিবেশনের প্রথম দিন যোগ দিয়ে ২ ঘন্টার মধ্যেই ওয়াক আউট করলো প্রধান বিরোধী দল বিএনপি। সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে তারা ওয়াক আউট করে। বিরোধী দলের সংসদ সদস্য মওদুদ আহমদের বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলের সাংসদরা অধিবেশন থেকে বের হয়ে যান।
সোমবার বিকাল ৫টায় শুরু হয় বর্তমান সংসদের ১৮তম অধিবেশন। রাত ৮টার দিকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মওদুদ আহমদ ওয়াক-আউটের ঘোষাণা দিয়ে বের হয়ে যান।
সভা সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বিএনপি ওয়াক আউট করেছে এবং একই সঙ্গে এই ঘোষণাকে অবৈধ এবং অসাংবিধানিক দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মহী উদ্দীন খান আলমগীরকে সংসদে দুঃখ প্রকাশ করার দাবিও জানিয়েছে।
প্রশ্নোত্তর পর্ব শেষে বিএনপির সিনিয়র সংসদ সদস্য স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানান এবং এটি প্রত্যাহারের দাবিতে ওয়াক আউট করেন।
মওদুদ আহমেদ বলেন, ‘ হঠাৎ করেই ১ মে মীর সরাইতে স্বরাষ্ট্রমন্ত্রী মতিঝিলসহ রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেন। এরপর সন্ধ্যায় বিবিসিকে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘ শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা দিলে সমাবেশের অনুমতি দেয়া হবে। এরপর রাতে বলেছেন, এরকম কোন আইন বা নির্দেশনা দেয়নি মন্ত্রী পরিষদ। এরপর একই বিষয়ে ১৪ দলের বৈঠক থেকেই রাশেদ খান মেননসহ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষনার তীব্র নিন্দা জানিয়েছিলেন।
মওদুদ আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আমরা জানি জরুরী অবস্থায় বা আইন করে এ ধরনের ঘোষনা আসতে পারে। কিন্তু একটি গনতান্ত্রিক দেশে এটা হতে পারে না। এটা একটা অঘোষিত জরুরী আইন তৈরি হলো। এই ঘটনায় মনে হয়, মুখের ঘোষনায় মানুষের অধিকার হরণ করেছে। এটা এই সরকারের একটি কলংকজনক ঘটনা।