সোমবার ● ৩ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » আশুলিয়ার শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ
আশুলিয়ার শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ
বেতনের দাবিতে আশুলিয়ার ডাইনেস্টি বিডি লি. কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে অর্ধশত জন হয়েছেন।
এদিকে গাজীপুরের বড়বাড়িতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ পালন করছে।
সোমবার সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা জানতে পারেন কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ৪৬ জন শ্রমিককে সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে। এ সংক্রান্ত ঘোষণা নোটিস বোর্ডে দেখার পর ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
উল্লেখ্য, গত শনিবার থেকে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারাখানার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের মুখে রোববার কারখানাটি বন্ধ রাখা হয়। আজ সকালে (সোমবার) শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে তারা।
অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে কারখানা চত্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে