সোমবার ● ৩ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
লেখাপড়ার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান রাখতে তথ্য প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগীতা মূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ২ই জুন, ২০১৩ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মাঝে পঞ্চম পর্বের মত বিনামূল্যে ল্যাপটপ বিতরন করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ সবুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন বাংলাদেশ চেম্বার ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও এফবিসি সি আই এর সাবেক সভাপতি জনাব এ কে আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশ এর চ্যানেল এন্ড পার্টনার ডেভেলাপমেন্ট এর প্রধান জনাব আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, কোষাধ্য প্রফেসর ডঃ এম মিজানুর রহমান, পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পাঁচশত শিক্ষার্থীর হাতে ডেল ব্র্যান্ডের লেটেষ্ট মডেলের একটি করে ল্যাপটপ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চেম্বার ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও এফবিসি সি আই এর সাবেক সভাপতি জনাব এ কে আজাদ বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে হবে। এ ক্ষেএে বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ ও গুনাবলী অর্জনের মাধ্যমে সৎ ও আদর্শ মানুষ হয়ে সকলের সম্মিলিত প্রয়াসে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশ এর চ্যানেল এন্ড পার্টনার ডেভেলাপমেন্ট এর প্রধান জনাব আতিকুর রহমান বলেন, ল্যাপটপের সঠিক ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গঠনে তথ্যপযুক্তির সর্বশেষ আবিস্কার ও প্রয়োগ সম্পর্কে সম্যক জ্ঞান আহরনের মাধ্যমে নিজেকে আন্তজার্তিক চাকুরী বাজারের উপযোগী গড়ে তুলতে হবে । এ ক্ষেএে তিনি শিক্ষার্থীদের একাডেমীক কোর্সেও পাশাপাশি বিভিন্ন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করারও আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান তার বক্তব্যে বলেন, শিক্ষাজীবনই মেধা প্রকাশের উপযুক্ত সময়। তাই এখন থেকেই সঠিক ক্যারিয়ার নির্ধারনের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা যাতে চাকরির বাজারের জন্য একশতভাগ প্রস্তুতি নিতে পারে সেজন্য সকল ধরনের সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে এবং আজকের এ ল্যাপটপ প্রদান তারই ধারাবাহিকতা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন, এই তথ্য প্রযুক্তির যুগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য “ওয়ান ইস্টুডেন্ট ওয়ান ল্যাপটপ” প্রজেক্টি চালু করা হয়েছে। আর শিক্ষার্থীরা যেন ল্যাপটপের অপব্যবহার না করে সেজন্য শিক্ষার্থীদের তিনি অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের এই ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে শিক্ষার পাশাপাশি ফোরাম, ব্লগ, ওয়েব সাইট সহ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সুবিধাদির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য শিক্ষর্থীদের প্রতি আহবান জানান।