সোমবার ● ৩ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেলিমেডিসিন প্রকল্পের সম্প্রসারণ করল গ্রামীণফোন (ভিডিও)
টেলিমেডিসিন প্রকল্পের সম্প্রসারণ করল গ্রামীণফোন (ভিডিও)
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন এ দেশের গ্রামাঞ্চলে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে টেলিমেডিসিন সেবার সম্প্রসারণ করেছে।
এই উপলক্ষ্যে গ্রামীনফোন গত ২ই জুন, রবিবার হোটেল রুপসী বাংলায় বাংলাদেশে টেলিমেডিসিন ব্যবস্থার প্রমিতকরণ ও নীতিমালা নির্ধারণের কৌশলগত অংশীদার- তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিবেক সুদ, আয়শা মেমোরিয়াল স্পেশ্যালাইজ্ড হাসপাতালের কর্ণধার এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
এই প্রকল্পের জন্য ডিআইসিওটি (ডিজিটাল ইমেজিং অ্যান্ড কমিউনিকেশন অন টেলিমেডিসিন) নামক একটি নতুন ধরণের যন্ত্র তৈরি করা হয়েছে যা টিআইএমইএস (টেলিমেডিসিন ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন সিস্টেম) সফটওয়্যারের সাহায্যে ব্যবহার করা হবে । এ দেশের অসহায়-বঞ্চিত জনসাধারণের মাঝে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গ্রামীণফোন গত ২০১২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের তিনটি স্থানে টেলিমেডিসিন প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করে । এপর্যন্ত প্রায় ২০০০ জন রোগীকে এই কেন্দ্রগুলোর সাহায্যে চর্মরোগের চিকিৎসা প্রদান করে গ্রামীণফোন টেলিমেডিসিন সেবা।
এ সম্পর্কে গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বিবেক সুদ বলেন, প্রকল্পটি আরও বেশি অঞ্চলে বিস্তৃত করতে পেরে গ্রামীণফোন অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই প্রকল্পের দ্বারা গ্রামের সাধারণ মানুষেরা বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের মাধ্যমে তাদের রোগ নিরাময়ের বিশেষ সুবিধা পাবেন ।