রবিবার ● ২ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শেওড়াপাড়ায় জোড়া খুন: প্রধান আসামি মিলন আটক
শেওড়াপাড়ায় জোড়া খুন: প্রধান আসামি মিলন আটক
রাজধানীর শেওড়াপাড়ায় জোড়া খুনের প্রধান আসামি মিলনকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব।
রোববার দুপুরে র্যাব-২-এর আগারগাঁওয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব এ তথ্য জানায়।
ব্রিফিংয়ে জানানো হয়, হত্যা মামলার মূল আসামি মিলন পুলিশের হাতে আটক ফারুককে নিয়ে এ হত্যার পরিকল্পনা করা হয়।মিলন দাবি করেন, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই এ খুনের ঘটনা ঘটেছে। তবে র্যাব জানায়, অর্থ ও নারীঘটিত কারণে এ জোড়া খুনের ঘটনা ঘটতে পারে।
র্যাব জানায়, মিলনকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে মূল রহস্য উদঘাটিত হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণির একটি ফ্ল্যাট থেকে রাজীব (২৮) ও ফয়সাল (৩০) নামে দুই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।এর মধ্যে রাজীব বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ পাস করেছেন এবং ফয়সাল বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মসে কর্মরত ছিলেন।
তানিম-