রবিবার ● ২ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ড্যাফোডিল ও সিটিও ফোরামের সঙ্গে সমঝোতা চুক্তি
ড্যাফোডিল ও সিটিও ফোরামের সঙ্গে সমঝোতা চুক্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের সঙ্গে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ১ জুন বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ চুক্তির ফলে এক দিকে যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারনা অর্জন করতে পারবে অন্যদিকে সিটিও ফোরামের তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাদের প্রয়াস বাস্তবায়নের সুযোগ পাবে।
এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটিও ফোরাম বাংলাদেশে যৌথ উদ্যোগে গবেষণা প্রকল্পের পাশাপাশি পারস্পরিক ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, কর্মশালা ও উদ্ভাবনীর বিভিন্ন ক্ষেত্রে এক সাথে কাজ করবে।এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শিক্ষানবিশ হিসাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান ও সিটিও ফোরাম বাংলাদেশের পক্ষে সভাপতি তপন কান্তি সরকার চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ এম মিজানুর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ডঃ এস এম মাহাবুবুল হক মজুমদার, বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক রফিকুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডঃ গোলাম রহমান, রেজিস্টার ডঃ মোঃ ফখরে হোসেন, অর্থ পরিচালক মোঃ মুমনুল হক মজুমদার, কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ডঃ তৌহিদ ভূঁইয়া ডেপুটি রেজিস্টার মোঃ ইমরান হোসেন ও উপপরিচালক ( আই টি) নাদির বিন আলী ।
সিটিও ফোরাম বাংলাদেশের পক্ষে সহ- সভাপতি নাওয়েদ ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবদুলাল রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তানিম