শনিবার ● ১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » মেডিকেল অফিসারের বিরুদ্ধে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মেডিকেল অফিসারের বিরুদ্ধে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
ময়মনসিংহে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. শামীমা আনিসের বিরুদ্ধে রোগীদের শারীরিক নির্যাতন, মাঠ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে চরম দুর্ব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ফান্ডের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বরাবরে সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. শামীমা আনিসের অপসারণ দাবিতে একটি লিখিত আবেদনে এসব অভিযোগ করেন সদর উপজেলা মাঠ কর্মচারীরা।ওই মেডিকেল অফিসারের অপসারণের দাবিতে করা ওই অভিযোগপত্রে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন ময়মনসিংহ-৪-সদর আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মতিউর রহমান।লিখিত অভিযোগে জানা গেছে, সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ শামীমা আনিস দীর্ঘদিন যাবত নানাভাবে সদর উপজেলা মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের মানসিকভাবে নির্যাতন করছেন। বিশেষ করে পুরুষ বন্ধ্যাকরণ ও নারী বন্ধ্যাকরণের স্থায়ী পদ্ধতি অপারেশনের সময় রোগীদের মারধরও করেন।
লিখিত অভিযোগে আরো জানা গেছে, ওই মেডিকেল অফিসার কর্তৃক মাসিক ও পাক্ষিক মিটিংয়ে সদর উপজেলা মাঠ কর্মচারীদের নিয়ম বর্হিভূতভাবে অকথ্য ভাষায় গালাগালি, শাস্তি হিসেবে মিটিংয়ে দাঁড় করিয়ে রাখা, ঘাড় ধাক্কা দিয়ে মিটিং থেকে বের করে দেওয়া নিয়মিত ঘটনা।এছাড়াও মেরিস্টোপ, এফপিএবি এবং পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন ফান্ডের প্রায় ১৫ লাখ টাকা ও চলতি বছরের পিকনিক বাবদ ৭০ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকা তিনি কৌশলে হাতিয়ে নিয়েছেন।রাষ্ট্রীয় শোকের দিনেও তিনি বাধ্যতামূলকভাবে বিভিন্ন ইউনিয়নে ইমপ্ল্যান্ট ক্যাম্প পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে।এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।তবে এসব অভিযোগের ব্যাপারে ময়মনসিংহ পরিবার পরিকল্পন বিভাগের উপ-পরিচালক ডা. বিরাগ আনন্দ নাথ বলেন, “অভিযোগগুলো আমি পেয়েছি। তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”