শনিবার ● ১ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ইয়াহু মেইল থেকে সরে গেলো বৃটিশ টেলিকম
ইয়াহু মেইল থেকে সরে গেলো বৃটিশ টেলিকম
নিরাপত্তা জনিত কারনে বৃটিশ টেলিকম তাদের গ্রাহকদের ডিফল্ট ইমেইল সেবা হিসেবে ইয়াহুকে বাদ দিলো। সম্প্রতি ইয়াহু’র ইমেইল সেবা নানান রকমের হ্যাকিং-এর মুখোমুখি হয়ে সার্ভিস প্রোভাইডারদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।
বৃটিশ টেলিকম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের ৬০ লক্ষ গ্রাহকের নিরাপত্তার কথা চিন্তা করে ইয়াহু মেইল থেকে সরে আসছে। এবং এর বিকল্প হিসেবে নিজেদের তৈরী সমমানের ইমেইল সেবা প্রদান করবে। তারা দাবি করছে, বৃটিশ টেলিকমের নিজস্ব ইমেইল সেবা ইয়াহুর মতোই ইউজার ইন্টারফেস দিবে, তবে অনেক বেশি নিরাপদ হবে।