শনিবার ● ১ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ডেল এর সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস এমডি এখন বাংলাদেশে
ডেল এর সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস এমডি এখন বাংলাদেশে
বিশ্ববিখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল এর ইন্দোনেশিয়া ও সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস এর ম্যানেজিং ডিরেক্টর সালেহ এম. হাজী মুনশি বাংলাদেশ সফরে এসেছেন। এ উপলক্ষে ৩০ মে বিকেলে গুলশানের ডেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সফররত ইন্দোনেশিয়া ও সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটস এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সালেহ এম. হাজী মুনশি বাংলাদেশে ডেল এর ভবিষ্যৎ কার্যক্রমের উপর আলোকপাত করেন।
তিনি বলেন, এ অঞ্চলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার এবং বাংলাদেশে ডেল এর কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। আগামীতে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জন্য ব্যবসা উপযোগী সলিউশন প্রদান এবং ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।বর্তমানে ডেল বাংলাদেশে নারীর ক্ষমতায়নে, নারী উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ক্লাউড সার্ভিস প্রদান করছে যেটাকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।বাংলাদেশে অদূর ভবিষ্যতে টাচ্-বেজড্ উইন্ডোজ এইট ট্যাবলেট বাজারজাত করা হবে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির।